DeepSeek AI কি? ডিপসিক এআই কিভাবে কাজ করে? বিস্তারিত।

DeepSeek AI কি

আজকালকার দিনে প্রযুক্তির জগতে অনেক নতুন নতুন জিনিসের নাম শোনা যায়। তার মধ্যে একটা নাম হলো ডিপসিক এআই (DeepSeek AI) নামটি ক্রমশ আলোচনায় উঠে আসছে। কিন্তু DeepSeek AI কি? কেন এটা নিয়ে এত কথা হচ্ছে? এবং এটা কিভাবে কাজ করতে? তাই চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা এই বিষয়ে সহজভাবে জানবো।

DeepSeek AI ইতিহাস ও প্রতিষ্ঠা।

DeepSeek AI একটি চীনা প্রযুক্তি সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ২০২০ সালের দিকে চীনের প্রযুক্তি হাব শেনজেনে। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন কয়েকজন প্রখ্যাত ডেটা সায়েন্টিস্ট এবং এআই বিশেষজ্ঞ। যাদের প্রধান লক্ষ্য ছিল এআই প্রযুক্তিকে বাণিজ্যিক ও সামাজিক সমস্যা সমাধানের জন্য বিশেষ ভাবে কাজে লাগানো। শুরুর দিকে এই কোম্পানিটি দুটি বিষয় ফোকাস করেছিলো ডিপ লার্নিং (Deep Learning) এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ (NLP) এর উপর। সময়ের সাথে সাথে এখন তারা মেশিন লার্নিং, রোবোটিক্স, এবং ডেটা অ্যানালিটিক্সের মতো ক্ষেত্রে সবার সেরা হয়ে উঠেছে। বর্তমানে DeepSeek সিইও হিসেবে লিয়াং ওয়েনফেং (Liang Wenfeng) দায়ীত্ব পালন করছেন।

DeepSeek AI কি? | ডিপসিক এআই কী?

DeepSeek AI একটি চীনা প্রযুক্তি সংস্থা যার মূল লক্ষ্য আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (AGI) কে উন্নত করা। ডিপসিক এআই হলো এক ধরনের উন্নত এআই সিস্টেম যা বিভিন্ন ধরণের জটিল ও কঠিন সমস্যা গুলো সহজে সমাধান করতে পারে। (AGI) হল এমন একটি এআই সিস্টেম যা মানুষের মতো সাধারণ বুদ্ধিমত্তা প্রদর্শন করতে পারে। যেমন সমস্যা সমাধান, তথ্য বিশ্লেষণ করা, ভাষা বোঝা, শেখা, এবং সিদ্ধান্ত নেওয়া এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।

আমরা এখানে কিছু উদাহরণ তুলে ধরতে পারি। যেমন: DeepSeek AI এটি যেকোনো বইয়ের সারমর্ম লিখতে পারে। যেকোনো গাণিতিক সমস্যার সমাধান দিতে পারে। ডিপসিক এআই যেকোনো গবেষণাতে সাহায্য করতে পারে। এই এআই বিভিন্ন শিল্পে ব্যবহারযোগ্য প্রোডাক্ট এবং তার সমাধানও তৈরি করে দিতে পারে। যেমন স্বাস্থ্যসেবা, ফিনটেক এবং এডুটেক। এমন কি আপনি জানলে অবাগ হবেন যে এই এআই গানও তৈরি করতে পারে।

এই DeepSeek AI প্রযুক্তিটি অনেকটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। এটি পূর্বের অভিজ্ঞতা থেকে শেখে এবং সময়ের সাথে সাথে নিজেকে আরো উন্নত করতে থাকে। একটি কথা মনে রাখবেন, ডিপসিক এআই শুধু একটি প্রোগ্রাম নয় এটি একটি গতিশীল সিস্টেম যা প্রতিদিন নতুন কিছু শিখে এবং আমাদের কে সাহায্য করতে থাকে। তাই বর্তমে এই DeepSeek AI প্রযুক্তিটি সব AI কে পিছনে ফেলে দিয়েছে এবং আজ বিশ্বজুড়ে বিপ্লব সৃষ্টি করেছে। আশাকরি আপনারা বুজতে পেরেছেন DeepSeek AI কি? এখন চুলুন এর বিস্তারি জেনে আসি।

DeepSeek AI কিভাবে কাজ করে?

DeepSeek AI কিভাবে কাজ করে

DeepSeek AI হলো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সংক্ষিপ্ত রূপ। বাংলায় আমরা এটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে থাকি। সহজ ভাবে বলতে গেলে এটা এমন এক ধরণের প্রযুক্তি যা কম্পিউটার বা রোবটকে মানুষের মতো চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তবে এই বিষয়টিকে আরো অনেক গভীরে নিয়ে গেছে ডিপসিক এআই।

প্রথম: ডিপ লার্নিং (Deep Learning)

ডিপ লার্নিং হল মেশিন লার্নিংয়ের একটি শাখা যেখানে নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে কোনো কিছু শেখানো হয়। ডিপসিক এআই এই প্রযুক্তি গুলো ব্যবহার করে জটিল প্যাটার্ন গুলোকে চিহ্নিত করতে পারে। যেমনঃ ইমেজ রিকগনিশন, ভয়েস অ্যানালিসিস, এবং প্রেডিক্টিভ মডেলিং, ইত্যাদি বিষয়। উদাহরণস্বরূপ: এই এআই একটি মডেল চিকিৎসার ইমেজ থেকে টিউমার শনাক্ত করতে পারে ৯৫% নির্ভুলতার সাথে।

দ্বিতীয়: প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ (NLP)

প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ (NLP) এর মাধ্যমে কম্পিউটার মানুষের ভাষা বুঝতে এবং নতুন করে সেটা তৈরী করতে পারে। ডিপসিকের DeepSeek LLM (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) একটি ওপেন-সোর্স প্রজেক্ট যেটা সবাই ব্যাবহার করতে পারে। যার সাহায্যে টেক্সট জেনারেশন, অনুবাদ, এবং সংলাপ ব্যবস্থায় ব্যবহার করা যায়। এই মডেলটি বাংলা সহ আরো একাধিক ভাষায় কাজ করতে সক্ষম। তাই DeepSeek LLM মডেল খুবই গুরুত্বপুন্ন ভূমিকা পালন করে থাকে।

তৃতীয়: কম্পিউটার ভিশন (Computer Vision)

কম্পিউটার ভিশন (Computer Vision) যুক্তির মাধ্যমে ডিপসিক এআই ইমেজ এবং ভিডিও ডেটা অ্যানালাইজ করে থাকে। আর এর মাধ্যমে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (AGI) কে উন্নত করা। কম্পিউটার ভিশন প্রউদাহরণস্বরূপ: এই প্রযুক্তি সিস্টেম স্মার্ট সিটিতে ট্রাফিক ব্যবস্থাপনা করতে পারে আথবা কৃষিক্ষেত্রে ফসলের স্বাস্থ্য নিরীক্ষণ করতে পারে।

চর্থ: স্বয়ংক্রিয় রোবোটিক্স (Automated Robotics)

স্বয়ংক্রিয় রোবোটিক্স (Automated Robotics) শিল্পখাতে রোবোটিক্স সমস্যা গুলো সমাধান করতে পারে। এই প্রযুক্তি ব্যাবহার করার মাধ্যমে রোবটগুলি উৎপাদন লাইনে দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারে। যার ফলে শ্রম খরচ কমায় এবং উৎপাদনশীলতা অনেক গুনে বাড়ায়।

DeepSeek AI এর উল্লেখযোগ্য প্রোডাক্ট গুলো কি কি?

DeepSeek একটি বড়ো কোম্পানি তাদের রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য প্রোডাক্ট রয়েছে। DeepSeek AI সব চেয়ে জনপ্রিয় প্রোডাক্ট গুলোর বিবরণ নিচে দেওয়া হলো।

DeepSeek AI এর উল্লেখযোগ্য প্রোডাক্ট গুলো কি কি

প্রথম:  DeepSeek-R1

DeepSeek-R1 হলো একটি এআই পাওয়ার্ড ভার্চুয়াল অ্যাসি স্টেন্ট যা ব্যবহারকারীদের দৈনন্দিন বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। যেমনঃ ক্যালেন্ডার ম্যানেজমেন্ট, রিমাইন্ডার সেটআপ, এবং বিভিন্ন ধরণের রিয়েল টাইম তথ্য প্রদান করতে পারে। R1 এর বিশেষত্ব হলো এটি বিভিন্ন মাল্টিলিঙ্গুয়াল সাপোর্ট, যা বাংলা, ইংরেজি, চাইনিস সহ ২০টিরও বেশি ভাষায় কাজ করতে পারে।

দ্বিতীয়: DeepSeek LLM

DeepSeek LLM এই ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ মডেলটি ডেভেলপারদের জন্য একটি শক্তিশালী টুল হিসেবে জনপ্রিয়। ল্যাঙ্গুয়েজ মডেলটি টেক্সট জেনারেশন, কোডিং সহায়তা, এবং কাস্টমাইজড চ্যাটবট তৈরিতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ: একজন শিক্ষক এই LLM মডেল ব্যবহার করে নিজেই স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে পারেন।

তৃতীয়: DeepSeek Health

DeepSeek Health প্ল্যাটফর্মটি স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ডাক্তারদের রোগ নির্ণয়ে সাহায্য করে। এআই অ্যালগরিদম মেডিকেল ইমেজ যেমনঃ (এক্স-রে, MRI) বিশ্লেষণ করে প্রাথমিক সতর্কতা দিতে পারে। তাই এই মডেলটি ডাক্তারদের কাছে অনেক জনপ্রিয়।

DeepSeek AI এর সুবিধা?

অন্যান্য AI গুলোর মতো DeepSeek AI মানুষে কে বিভিন্ন কাজ সাহায্য করে থাকে। এই AI গুলোর মাধ্যমে খুব সহজে মানুষ তাদের দৈনিন্দিন কাজ গুলো আরো সহজে করতে পারে। তবে DeepSeek AI আরো বেশি ভালো ভাবে কাজ করতে পারে এবং এর খরজ অনেক কম।

  • সময় বাঁচায়: DeepSeek AI খুব দ্রুত কাজ করে। যে কাজ করতে মানুষ কয়েক ঘণ্টা নেয় সেই কাজ এই AI মাত্র কয়েক মিনিটে করে দিতে পারে। এতে করে মানুষের অনেক সময় বেঁচে যায়।
  • সহজলভ্য: ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ এই AI ব্যবহার করতে পারে। আপাদত এটি সম্পুন্ন বিনামূল্যে ব্যাবহার করা যাচ্ছে তবে ভবিষতে এর ব্যাবহার খরজ অনেক কম থাকবে। অনেক বিশেষজ্ঞকে মোতে ChatGPT এক মাসের খরজ দিয়ে এটি এক বৎসর চালানো যাবে। তাই এটি ব্যাবহার করা অনেক সাশ্রয়ী হবে।

DeepSeek AI ভবিষ্যৎ সম্ভাবনা

DeepSeek AI এই চীনা প্রযুক্তি সংস্থা যেখানে চীনা সরকার অনেক টাকা বিনিয়োগ করেছে। তাই তাদের ভবিষ্যৎ অর্থের কোনো অভাব হবে না এটা অনেকটা নিচিত। ডিপসিক এআইর ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে কোয়ান্টাম কম্পিউটিং টেকনোলজি এবং নিউরোমরফিক হার্ডওয়্যার মতো অত্যাধুনিক প্রযুক্তির সাথে একীভূত করা। এছাড়া তারা বিভিন্ন উন্নয়নশীল দেশগুলিতে এআই শিক্ষা প্রসার ঘটাতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। ২০৩০ সালের মধ্যে তাদের প্রথান লক্ষ্য হলো AGI কে মানুষের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করা। এখন আমাদের দেখার বিষয় গুলো DeepSeek আমাদের জীবনে ভবিষৎতে কতটা প্রভাব ফেলতে পারে।

আরো কিছু প্রয়োজনীয় পোস্ট সমূহ:

ক্লাউড কম্পিউটিং কী? ক্লাউড কম্পিউটিং বলতে কি বুঝায়? সবকিছু এক সাথে।

NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম।

শেয়ার করুন।