মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। [সূরা আনফাল: আয়াত: ৩০ এবং আল ইমরান: আয়াত: ৫৪] সূরা আলে ইমরান এর ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন – তারা চক্রান্ত করেছিল – আর আল্লাহও পরিকল্পনা করেছিলেন। বস্তুতঃ আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।
পবিত্র কুরআনে আরও বহু আয়াতে আল্লাহর পরিকল্পনার কথা এসেছে। যেমনঃ [সূরা আনফাল: ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন – তারা আপনাকে বন্দী করার ও হত্যা করার এবং নির্বাসিত করার জন্য চক্রান্ত করছিল। কিন্তু আল্লাহও পরিকল্পনা করেছিলেন। অবশ্যই আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।
নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। [সূরা আনফাল: আয়াত: ৩০ এবং আল ইমরান: আয়াত: ৫৪]

আল্লাহ উত্তম পরিকল্পনাকারী: আমাদের জন্য শিক্ষা কি?
মহান আল্লাহ এই আয়াত গুলোর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর পরিকল্পনার অন্তর্ভুক্ত। আমরা সাধারণ ভাবে যেটাকে সমস্যা ভাবি কোনো একদিন সেটাই আমাদের জন্য উপকার বয়ে নিয়ে আসে। আর এটাই হলো আল্লাহ উত্তম পরিকল্পনা।
আবার আমরা যখন জীবন থেকে কোন কিছু হারাই তখন অনেক মন খারাপ করে থাকি। কিন্তু হটাৎ কিছুদিন পরে লক্ষ করি সেটাই ছিল আমাদের জন্য ভাল ছিল। এটাই হলো আল্লাহর হিকমতপূর্ণ পরিকল্পনার পরিচায়ক। আল কুরআন আমাদের শিক্ষা দেয় আল্লাহর উপর বিশ্বাস রাখতে। কারণ আল্লাহ আমাদের জন্য এমন কিছু রেখেছেন যেটা আমরা এখন বুঝিনা কিন্তু সেটা ভবিষ্যতে আমাদের জন্য কল্যাণকর হবে ইনশাল্লাহ। অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
নবী ও রাসূলদের জীবনে আল্লাহর পরিকল্পনার বাস্তবতা।
এখন আমরা নবী ও রাসূলদের জীবনে আল্লাহর পরিকল্পনার এবং বাস্তবতা কিছু কিছু উদহারণ তুলে ধরবো।
হযরত ইউসুফ (আ.) এর জীবনে আল্লাহর পরিকল্পনা।
হযরত ইউসুফ (আ.) এর জীবনী হলো আল্লাহর পরিকল্পনার এক অতুলনীয় উদাহরণ। তার আপন ভাইয়েরা তাঁকে হত্যা করতে চেয়েছিল অথপর তাকে একটি পানির কূপে ফেলে দেয়। আল্লাহর ফেরেস্তার মাধ্যমে তাকে সেখান থাকে উপরে তোলা হয় এবং তিনি দাস হিসেবে বিক্রি হন। তার পরে তিনি মিশরের রাজপ্রাসাদে পৌঁছান এবং ষড়যন্ত্রে কারাবরণ করেন। সবকিছুই ছিল বিপদের চূড়ান্ত নিদর্শন।
কিন্তু মহান আল্লাহ উত্তম পরিকল্পনা করেন এবং ইউসুফ (আ.) মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দেন। পরে ইউসুফ (আ.) তার সেই ভাইদেরও ক্ষমা করে দেন যারা একসময় তাঁকে হত্যা করতে চেয়েছিল। তাই এই ঘটনা আমাদের বলে জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা আল্লাহর পরিকল্পনার একটি অংশ। নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।
হযরত মূসা (আ.) এর জীবনে আল্লাহর পরিকল্পনা।
হযরত মূসা (আ.) এর জীবনেও মহান আল্লাহ উত্তম পরিকল্পনা ছোঁয়া স্পষ্ট। তিনি ফিরআউনের রাজত্বে জন্ম নেওয়া প্রতিটি ছেলে শিশুকে হত্যা করা হয়। কিত্নু মহান আল্লাহ দোয়ায় ছোট্ট হযরত মূসা (আ.) বেঁচে যান এবং তিনি ফিরআউনের রাজ্ প্রাসাদে বড়ো হন। অথপর তিনি ফিরআউনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। আল্লাহর এমন পরিকল্পনা কল্পনাকেও ছাড়িয়ে যায়।
তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতা।
তাওয়াক্কুল করার অর্থ কেবল আল্লাহর উপর নির্ভরশীলতা নয় বরং কঠোর চেষ্টা করে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার নামই প্রকৃত তাওয়াক্কুল। মানুষ চেষ্টা করবে, পরিকল্পনা করবে, কাজ করবে, কিন্তু সব সময় মনে রাখতে হবে যে সফলতা একমাত্র আল্লাহর হাতে। এই বিশ্বাসই তাওয়াক্কুলের মূল ভিত্তি।
পবিত্র কুরআনে বারবার বলা হয়েছে – [ যে আল্লাহর উপর নির্ভর করে তাঁর জন্য তিনিই যথেষ্ট সূরা আত-তালাক: আয়াত: ৩] এই আয়াত আমাদের শেখায় যেকোন পরিস্থিতিতে আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি তাহলে তিনিই আমাদের জন্য যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
বিপদে ধৈর্য ধারণ ও আল্লাহর পরিকল্পনা বুঝা।
প্রত্যেক মুসলিমের জীবনে বিপদ আপদ আসবেই। কিন্তু সেই বিপদে ধৈর্য ধারণ করাই প্রকৃত ঈমানের পরিপূর্ণতা। মহান আল্লাহ কুরআনে বলেন [ নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফলমূলের কিছু ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ দাও। সূরা বাকারা: আয়াত: ১৫৫]
এই বিপদ গুলো মূলত আমাদের পরীক্ষা করে এবং আমাদের চরিত্র গঠন করে। ধৈর্য ও আত্মবিশ্বাস একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যখন আমরা বিপদে ধৈর্য ধারণ করি তখন আমাদের আত্মবিশ্বাস বাড়ে যে আল্লাহ আমাদের সাথে আছেন। তখন আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখলে ধৈর্য ধরে এগিয়ে চলার পথ সহজ হয়।
সমাপ্তি মন্তব্য।
আমাদের জীবনে আমরা ভালো মন্দ যেটাই করিনা কেন সব কিছু মহান আল্লাহ আগে থেকেই অবগত। তাই আমরা আল্লাহ কাছে অনেক কিছু চাই কিন্তু আল্লাহ তখন আমাদের সেটা দেন না। তাই আমরা সে জিনিস না পেয়ে মন খারাপ করি। কিন্তু মহান আল্লাহ আগে থেকে জানানেন যে কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা খারাপ। আমাদের জন্য যেটা ভালো আল্লাহ সেটাই আমাদের কে দেন করেন। আর আমাদের জন্য সেটা খারাপ সেটা তিনি দেন না। কেননা আমাদের ভালো মন্দ বিচার করার জ্ঞান নেই। তাই পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। [সূরা আনফাল: আয়াত: ৩০ এবং আল ইমরান: আয়াত: ৫৪]