সব দেশের মোবাইল কোড নাম্বার এর একটি সম্পূর্ণ তালিকা।

সব দেশের মোবাইল কোড নাম্বার

আজকের দিনে আমাদের সকলের কাছে মোবাইল ফোন রয়েছে। এই মোবাইল ফোন দিয়ে আমরা দেশে-বিদেশে সকলের সাথে কথা বলে থাকি। তবে কথা বলার জন্য আমাদের একটি ইউনিক ফোন নম্বর প্রয়োজন। ঠিক তেমনি আলাদা-আলাদা রয়েছে সব দেশের মোবাইল কোড নাম্বার। এই মোবাইল কোড নাম্বার ব্যাবহার করার মাধ্যমে আপনি যে কোন দেশে কল করতে পারবেন। হ্যাঁ, আপনাকে অবশ্যই সেই দেশের ফোন কোড নাম্বার জানতে হবে।

শুধুমাত্র বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে মোবাইল কোড নাম্বার গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনাকে কোনো কান্ট্রি কোড নম্বর ব্যাবহার করতে হবে না। কারণ এটি তখন অটোমেটিক ধরে নেয়। আপনি যখন অন্য দেশে কল করবেন তখন সেই কান্ট্রি কোড নম্বর ব্যাবহার করতে হবে। বড়ো-বড়ো দেশগুলোতে তাদের প্রদেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন মোবাইল কোড নাম্বার ব্যাবহার করা হয়। এতে করে সিম কোম্পানি গুলোর জন্য ফোন কল গুলো মেনেজ করতে সহজ হয়। নিচে বিভিন্ন দেশের মোবাইল কোড নাম্বার গুলো তুলে ধরা হলো।

মোবাইল কোড নাম্বার কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?

মোবাইল কোড নাম্বার বা কান্ট্রি কোড হলো একটি সংখ্যা যা আন্তর্জাতিক ফোন কলের ক্ষেত্রে ব্যাবহার করা হয়। এই কোড নাম্বারটি ইন্টারন্যাশনাল ডায়ালিং কোড বা কান্ট্রি কোড নামেও পরিচিত। প্রতিটি দেশ এবং সেই দেশের কিছু বিশেষ অঞ্চলের জন্য নিজস্ব কিছু ইউনিক কোড ব্যাবহার করে। এতে করে কোন অঞ্চল থেকে কল করা হয়েছে সেই সহজে বোঝা যায়। উদাহরণ: বাংলাদেশের কোড হল (+880) এবং ভারতের কোড হল (+91) ও আমেরিকার মোবাইল কোড হল (+১) । যদিও ভারতের প্রদেশ ভেদে আরো অনেক কোড রয়েছে।

আন্তর্জাতিক যোগাযোগের সময় এই ফোন কোড গুলো ব্যাবহার করা হয়ে থাকে। এই কোডটি ব্যবহার করা না হলে ফোন কল সম্পূর্ণ করা সম্ভব হবে না। আশাকরি আপনারা বুজতে পেরেছেন মোবাইল কোড নাম্বার কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ।

সব দেশের মোবাইল কোড নাম্বারের তালিকা

আপনাদের সুবিধার জন্য আমরা এই পোস্টে বিশ্বের বিভিন্ন দেশের মোবাইল কোড নাম্বার তালিকা তৈরী করেছি। যেখান থেকে আপনি সহজে যেকোনো দেশের কান্ট্রি কোড নাম্বার জানতে পারবেন। আপনাদের যেকোনো প্রয়োজনে সেটি ব্যাবহার করতে পারবেন। নিচে সম্পুন্ন তালিকা প্রকাশ করা হলো।

দেশফোন কোড
আফগানিস্তান+৯৩
আলবেনিয়া+৩৫৫
আলজেরিয়া+২১৩
আমেরিকান সামোয়া+১-৬৮৪
অ্যান্ডোরা+৩৭৬
অ্যাঙ্গোলা+২৪৪
অ্যান্টিগুয়া ও বারবুডা+১-২৬৮
আর্জেন্টিনা+৫৪
আর্মেনিয়া+৩৭৪
অস্ট্রেলিয়া+৬১
অস্ট্রিয়া+৪৩
আজারবাইজান+৯৯৪
বাহামা+১-২৪২
বাহরাইন+৯৭৩
বাংলাদেশ+৮৮০
বার্বাডোস+১-২৪৬
বেলারুশ+৩৭৫
বেলজিয়াম+৩২
বেলিজ+৫০১
বেনিন+২২৯
ভুটান+৯৭৫
বলিভিয়া+৫৯১
বসনিয়া ও হার্জেগোভিনা+৩৮৭
বতসোয়ানা+২৬৭
ব্রাজিল+৫৫
ব্রুনাই+৬৭৩
বুলগেরিয়া+৩৫৯
বুরকিনা ফাসো+২২৬
বুরুন্ডি+২৫৭
কেপ ভার্দে+২৩৮
কম্বোডিয়া+৮৫৫
ক্যামেরুন+২৩৭
কানাডা+১
চাদ+২৩৫
চিলি+৫৬
চীন+৮৬
কলম্বিয়া+৫৭
কমোরোস+২৬৯
কঙ্গো-কিনশাসা+২৪৩
কঙ্গো-ব্রাজাভিল+২৪২
কুক দ্বীপপুঞ্জ+৬৮২
কোস্টা রিকা+৫০৬
ক্রোয়েশিয়া+৩৮৫
কিউবা+৫৩
সাইপ্রাস+৩৫৭
চেক প্রজাতন্ত্র+৪২০
ডেনমার্ক+৪৫
জিবুতি+২৫৩
ডমিনিকা+১-৭৬৭
ডমিনিকান প্রজাতন্ত্র+১-৮০৯
ইকুয়েডর+৫৯৩
মিশর+২০
এল সালভাদর+৫০৩
ইকুয়েটোরিয়াল গিনি+২৪০
ইরিত্রিয়া+২৯১
এস্তোনিয়া+৩৭২
ইসওয়াতিনি+২৬৮
ইথিওপিয়া+২৫১
ফিজি+৬৭৯
ফিনল্যান্ড+৩৫৮
ফ্রান্স+৩৩
গ্যাবন+২৪১
গাম্বিয়া+২২০
জর্জিয়া+৯৯৫
জার্মানি+৪৯
ঘানা+২৩৩
গ্রিস+৩০
গ্রিনল্যান্ড+২৯৯
গ্রেনাডা+১-৪৭৩
গুয়াম+১-৬৭১
গুয়াতেমালা+৫০২
গিনি+২২৪
গিনি-বিসাউ+২৪৫
গায়ানা+৫৯২
হাইতি+৫০৯
হন্ডুরাস+৫০৪
হংকং+৮৫২
হাঙ্গেরি+৩৬
আইসল্যান্ড+৩৫৪
ভারত+৯১
ইন্দোনেশিয়া+৬২
ইরান+৯৮
ইরাক+৯৬৪
আয়ারল্যান্ড+৩৫৩
ইসরায়েল+৯৭২
ইতালি+৩৯
আইভরি কোস্ট+২২৫
জ্যামাইকা+১-৮৭৬
জাপান+৮১
জর্ডান+৯৬২
কাজাখস্তান+৭
কেনিয়া+২৫৪
কিরিবাতি+৬৮৬
কুয়েত+৯৬৫
কিরগিজস্তান+৯৯৬
লাওস+৮৫৬
লাটভিয়া+৩৭১
লেবানন+৯৬১
লেসোথো+২৬৬
লাইবেরিয়া+২৩১
লিবিয়া+২১৮
লিচেনস্টেইন+৪২৩
লিথুয়ানিয়া+৩৭০
লুক্সেমবার্গ+৩৫২
ম্যাকাও+৮৫৩
মেসিডোনিয়া+৩৮৯
মাদাগাস্কার+২৬১
মালাউই+২৬৫
মালয়েশিয়া+৬০
মালদ্বীপ+৯৬০
মালি+২২৩
মাল্টা+৩৫৬
মার্শাল দ্বীপপুঞ্জ+৬৯২
মৌরিতানিয়া+২২২
মরিশাস+২৩০
মেক্সিকো+৫২
মাইক্রোনেশিয়া+৬৯১
মোল্দোভা+৩৭৩
মোনাকো+৩৭৭
মঙ্গোলিয়া+৯৭৬
মন্টেনেগ্রো+৩৮২
মরোক্কো+২১২
মোজাম্বিক+২৫৮
মিয়ানমার+৯৫
নামিবিয়া+২৬৪
নাউরু+৬৭৪
নেপাল+৯৭৭
নেদারল্যান্ডস+৩১
নিউ জিল্যান্ড+৬৪
নিকারাগুয়া+৫০৫
নাইজার+২২৭
নাইজেরিয়া+২৩৪
উত্তর কোরিয়া+৮৫০
নরওয়ে+৪৭
ওমান+৯৬৮
পাকিস্তান+৯২
প্যালাউ+৬৮০
পানামা+৫০৭
পাপুয়া নিউ গিনি+৬৭৫
প্যারাগুয়ে+৫৯৫
পেরু+৫১
ফিলিপাইন+৬৩
পোল্যান্ড+৪৮
পর্তুগাল+৩৫১
কাতার+৯৭৪
রোমানিয়া+৪০
রাশিয়া+৭
রুয়ান্ডা+২৫০
সেন্ট কিটস ও নেভিস+১-৮৬৯
সেন্ট লুসিয়া+১-৭৫৮
সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস+১-৭৮৪
সামোয়া+৬৮৫
সান মারিনো+৩৭৮
সৌদি আরব+৯৬৬
সেনেগাল+২২১
সার্বিয়া+৩৮১
সেশেলস+২৪৮

বিভিন্ন দেশের মোবাইল কোড নাম্বার ব্যবহার করার নিয়মাবলী

মোবাইল কোড নাম্বার ব্যবহার করার কিছু আলাদা নিয়ম রয়েছে। আপনি আন্তর্জাতিক কল করবেন তখন নিদৃষ্ট কিছু নিয়ম অনুসরণ করুন। প্রথমে আপনার মোবাইলের ডায়ালার প্যাডে প্লাস (+) চিহ্ন চাপতে হবে। আপনি যে দেশে ফোন করতে চান সেই দেশের মোবাইল কোড লিখতে হবে। তার পরে যাকে ফোন করতে চান তার নম্বর তুলে ডায়াল করতে।

  • অন্তর্জাতিক: বাহিরের কোনো দেশে আন্তর্জাতিক কল করার সময় সিম কোম্পানি আলাদা কিছু নিয়ম বলতে পারে। যেমন (০০) অথবা (+) লিখে তারপর পরে সেই দেশের ফোন নম্বর টাইপ করতে হবে।
  • নিজের এলাকারয়: নিজের দেশে কিংবা এলাকায় আপনাদের কান্ট্রি কোড ব্যাবহার করার প্রয়োজন নেই। এখানে আপনি যেকোনো ব্যাক্তির ফোন নম্বর ফোন করতে পারবেন। যেমন আমরা করে থাকি।

উদাহরণ:

  • বাংলাদেশের জন্য: +880XXXXXXXXXX যদিও বাংলাদেশে ফোন করতে মোবাইল কোড নাম্বার প্রয়োজন হবে না। কারণ আপনি বাংলাদেশ থেকে ফোন করছেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্র জন্য: মার্কিন যুক্তরাষ্ট্র কোন ব্যাক্তিকে ফোন করতে হলে আপনাকে প্রথমে (+১) ব্যাবহার করে হবে। তার পরে যাকে ফোন করবেন তার ফোন নম্বর। যেমনঃ +১ ২৩৪৫৬৭৮৯০১
  • ভারতের জন্য: ভারতের কোন ব্যাক্তিকে ফোন করতে হলে আপনাকে প্রথমে (+৯১) ব্যাবহার করে হবে। তার পরে সেই ব্যাক্তির ফোন নম্বর। যেমনঃ +৯১ ২৩৪৫৬৭৮৯

বিভিন্ন দেশের মোবাইল কোড নাম্বার ব্যবহার করার নিয়মাবলী

ফোন কল করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়

দেশের বাইরে ফোন কল করার সময় আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। কেননা সেখানে আমাদের সাথে সময় মিলবে না। ইউরোপের দেশ গুলোতে যখন দিন হয় আমাদের দেশে তখন রাত হয়। বাহিরে দেশে কল করলে কল চার্জ সব সময় অনেক বেশি ধরবে। তাই আপনাকে ফোনের ব্যালান্স সব সময় অনেক বেশি রাখতে হবে। আরো অনেক বিষয় রয়েছে তবে এই দুটি খুবই গুরুত্বপুন্ন।

  • টাইম জোন বিবেচনা: বাহিরের দেশগুলোর সাথে আমাদের দেশের টাইম মিলবে না। তাই আপনাকে সেই দেশের টাইম জোন দেখতে আপনাকে কল করতে হবে। সেটা না হলে আপনি যখন তাদে কল দিবেন তখন তিনি ঘুমাবেন।
  • কল চার্জ: বাহিরে দেশে কল করলে কল চার্জ সব সময় অনেক বেশি আসবে। তাই আপনাকে ফোনের ব্যালান্স দিকে খেয়াল রাখতে হবে।

সমাপ্তি মন্তব্য

সব দেশের মোবাইল কোড নাম্বার জানা আমাদের সবার প্রয়োজন। বিভিন্ন দেশের কোড সম্পর্কে ধারণা না থাকলে আমার থাকা আন্তর্জাতিক মাধ্যমে যোগাযোগের করতে পারবো না। যদি আমাদের ফোন দেশের বাইরে থেকে কোন কল আসে তাহলে আমরা জানতে পারবো না কোন দেশ থেকে কল এসেছে। এই কোড গুলোর মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে দ্রুত এবং নির্ভুলভাবে যোগাযোগ করা যায়। তাই আপনারা যারা বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করেন অথবা আন্তর্জাতিক ব্যবসায় জড়িত তাদের এটি প্রয়োজন। তবে যারা প্রবাসী তাদের মোবাইল কোড নাম্বার জানা বেশি দরকার।

তাই পরিশেষে একটি কথায় বলবো যে বিশ্বের বিভিন্ন দেশের মোবাইল কোড নাম্বার জানা অনেক গুরুত্বপুন্ন। আমাদের জীবনে কখনো না কখনো এর প্রয়োজন অবশই পড়বে। আর তাই এই ব্লগ পোষ্টের মাধ্যমে আমরা সব দেশের মোবাইল কোড নাম্বারের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছি। যেন আপনারা সহজে যেকোনো দেশের মোবাইল কোড নাম্বার খুঁজে বের করে পারেন।

ভালো লাগলে আমাদের এই ব্লগ পোষ্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। OurBD Team কে আরো ভালো ব্লগ পোস্ট প্রকাশ করতে অনুপ্রাণিত করুন।
ধন্যবাদ।

শেয়ার করুন।