বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্র বা (NID) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। যেটা বাংলাদেশে বসবাস করি প্রতিটি নাগরিকের পরিচয় নিশ্চিত করে। তাই আজ আমরা জানাবো NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম। কেননা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করা প্রয়োজন হতে পারে। অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই করার মাধ্যমে আসল-নকল জানতে পারবেন। তাই চলুন আর দেরি না করে মুল বিষয়ে যাওয়া যাক।
অনলাইনে NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার ধাপসমূহ।
এখন আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করতে পারেন। এর জন্য বেশি কিছু ধাপ আপনাকে অনুসরণ করতে হয়ে। দয়া করে সঠিক ভাবে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
নাম্বার দিয়ে NID কার্ড চেক করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী।
অনলাইনে মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বা আইডি কার্ডে বের করার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন যেমনঃ
- NID নাম্বার অথবা ভোটার চিলিপ নম্বনৰ।
- জন্ম তারিখ।
- মোবাইল নাম্বার (যা আপনার NID-এর সাথে সংযুক্ত)
- ইমেইল ঠিকানা (যদি থাকে)
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করুন।
সবার প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করুন। ঠিকানাঃ NID ওয়েবসাইট
এই ওয়েবসাইটে মাধ্যমে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সমস্ত তথ্য খুঁজে পাবেন। আপনি চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড এবং যেকোনো ব্যাক্তিগত তথ্য পরিবর্তন করতে পারেন।
লগইন করুন বা নতুন একাউন্ট তৈরি করুন।
এই ওয়েবসাইটে আপনাকে লগইন করতে হবে। যদি আগে আপনার একাউন্ট না থাকে তাহলে আপনাকে একটি নতুন একাউন্ট তৈরি করে নিতে হবে। নতুন ব্যবহারকারীদের জন্য “রেজিষ্টার করুন। ” অপশন থেকে একটি একাউন্ট তৈরি করতে হবে। যদি আগে থাকে একাউন্ট থাকে তাহলে “Login” করেন।
NID ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
লগইন করার পর আপনি আপনার NID নাম্বার, জন্ম তারিখ এবং আপনার মোবাইল নাম্বার দেখতে পাবেন। এখন আপনি চাইলে NID কার্ডটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য “Download NID” বা “Get NID” অপশনে ক্লিক করুন। সাথে সাথে আপনার NID কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আবার আপনি চাইলে এটি প্রিন্ট করে সংরক্ষণ করতে পারেন। এটি সরকারি কার্যাবলীতে ব্যবহারযোগ্য।
ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম মাধ্যমে NID কার্ড চেক করুন।
আমরা আপনাদের কে আরো একটি ভিন্ন রখম সিস্টেম দেখাবো জেতার মাধ্যমে আপনি NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে পারেনব। সেটা হলো ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম যেটার মাধ্যমে আপনি NID কার্ড চেক করতে পারেন। প্রথমে আপনাকে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা ওয়েবসাইট ওপেন করতে হবে। ঠিকানাঃ ভূমি উন্নয়ন ওয়েবসাইট
এই ওয়েবসাইটে মাধ্যমে আপনি সহজে যেকোনো NID কার্ড নম্বর দিয়ে চেক করতে পারবেন। এর জন্য আপনাকে সাধারণ কিছু ধাপ অনুসরণ করতে হবে। নিচের ধাপ গুলো ভালো ভাবে অনুসরণ করুন।
সাধারণ ধাপঃ
- প্রথমে “নাগরিক নিবন্ধন” অপশনে চাপ দিন।
- আপনার “মোবাইল নম্বর” দিন।
- এর পরে “যোগ করুন” এবং নিচে যোক ফল লিখুন।
- তার পরে “পরবর্তী পদক্ষেপ” চাপ দিন।
- আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP কোড আসবে সেই বসিয়ে দিন এবং কনফার্ম করুন।
- জাতীয় পরিচয় পত্র নাম্বার প্রদান করুন।
- পরে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্মতারিখ (দিন-মাস-বছর) সিলেক্ট করুন।
- এর পরে “পরবর্তী পদক্ষেপ” বাটনে চাপ দিলে আপনি ফলাফল দেখতে পারবেন।
যদিও এই ওয়েবসাইট NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার জন্য নয়। আমরা এখানে একটি ট্রিকস ব্যাবহার করেছি শুধুমাত্র আপনাদের সাহায্যের জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার এই বিষয় গুলো এখন অনেক কঠিন করে তুলেছে। আমরা তার পরেও আপনাদের জন্য সহজ ভাবে NID নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার উপায় বের করেছি।
অ্যাপসের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
অ্যাপসের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করতে চাইলে আপনাকে গুগল প্লে স্টোরে থাকে (Online GD) অ্যাপস ইন্সটল করতে হবে। এই অ্যাপসের মাধ্যমে আপনি যেকোনো আইডি কার্ড তথ্য দেখতে পারবেন। এপপ্সটি ব্যাবহার করার জন্য আপনাকে সাধারণ কিছু ধাপ অনুসরণ করতে হবে।
যেমন:
- Online GD লিখে গুগল প্লেসটরে সার্চ করুন।
- প্রথমে আপনি অ্যাপটি ওপেন করতে।
- তার পরে অ্যাপসের নিবন্ধন অপশনে যাবেন। যে ব্যাক্তির NID কার্ড চেক করে চান তার NID নম্বর দিবেন এবং জন্ম তারিখ দিন।
- তার পরে কনফার্ম করুন।
এই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে যে কোনো ব্যাক্তির NID কার্ড ইনফরমেশন চেক করতে পারবেন। এই অ্যাপটি বাংলাদেশ সরকার অনুমোদিত। অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান এই অ্যাপটি ব্যাবহার করে তাদের গ্রাহকের তথ্য যাচাই করার জন্য। তবে প্রতিষ্ঠান গুলোকে অন্যান সকল তথ্য যাচাই করার জন্য একটি নিধারিত ফি প্রদান করে হয়।
তবে ভয় যেই আপনি ফ্রীতে (Online GD) অ্যাপস ব্যাবহার করতে পারবেন। শুধুমাত্র যে কারো NID নম্বর এবং জন্ম তারিখ দিয়ে তাদের তথ্য দেখতে পারবেন। তবেঅবশ্যই এখানে লিমেটেড কিছু অপশন পাবেন। সকল সুবিধা ব্যাবহার করতে চাইলে আপনাকে তাদের কে পেমেন্ট করতে হবে। আসাকরি আপনারা এই (Online GD) অ্যাপস মাধ্যমে NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম শিখে গেছেন।
SMS এর মাধ্যমে এন আইডি নাম্বার চেক অথবা NID Number Check SMS
আপনি চাইলে SMS এর মাধ্যমে NID কার্ড নাম্বার বের করতে পারবেন। তবে যারা নতুন ভোটার হয়েছেন শুধুমাত্র ফর্ম নাম্বার আছে তারা এটি করতে পারেন।আপনারা SMS এর মাধ্যমে NID কার্ড নাম্বার বের করতে পারবেন। এর জন্য আপনাকে একটি SMS Format তৈরী করতে হবে এবং সেন্ড করতে হবে। সহজ কিছু ধাপ অনুসরণ করে এটি করতে পারেন।
ধাপঃ
- আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যান।
- লিখুন: NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY
- ফরম্যাট: NID 0123456789 01-02-2002
- ম্যাসেজটি 105 নাম্বারে সেন্ড করুন আর কিছু সময় অপেক্ষা করুন। ফিরতি ম্যাসেজের মাধ্যমে আপনার NID কার্ডের নাম্বার পেয়ে যাবেন।
উপরের বিষয় গুলোর যাদের কাছে জটিল মনে হয় তারা চাইলে SMS এর মাধ্যমে NID কার্ড নাম্বার চেক করতে পারেন। এখানে আপনার ফর্ম নম্বর প্রয়োজন হবে। তবে উপরের অন্য বিষয় গুলোতে এই প্রয়োজন হবে না। যারা অনলাইনের মাধ্যমে NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে চান তারা উপরের বিষয় গুলো অনুসরণ করতে পরনে।
সমাপ্তি মন্তব্য।
বর্তমান সময়ে NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম খুবই সহজ এবং কার্যকরী। উপরে দেখানো প্রক্রিয়ার মাধ্যমে আপনারা অনলাইনে আপনাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য দ্রুত এবং নিরাপদে অ্যাক্সেস করতে পারে। আবার যদি কোনো তথ্য ভুল থাকে তবে অনলাইনে সংশোধন করার সুযোগও রয়েছে। যার মাধ্যমে আপনার সময় এবং অর্থ দুটো সেভ করে পারবেন। তাই আপনাদের NID ইনফরমেশন গুলো জানা খুবই জরুরি।
নোটিশঃ শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে কখোনোই NID কার্ড চেক করা যায় না। কেননা আপনার মোবাইল নাম্বার কোনো ভাবেই বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্ভারে থাকে না। কারণ একজন ব্যাক্তির অনেক গুলো মোবাইল নাম্বার থাকতে পারে কিন্তু NID কার্ড মাত্র একটি থাকবে। তাই কেউ যদি আপনাকে বলে থাকে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র চেক করা যায় তাহলে সেটা মিথ্যে। আশাকরি আপনারা সঠিক বিয়য়টি বুজতে পেরেছেন।
আমাদের উপরে দেখানো মাধ্যম গুলোর মধ্যে দেখানো বিষয় গুলো একদম সহজ ভাবে তুলে ধরা হয়েছে। একজন সাধারণ মানুষ ও যদি ভালো ভাবে বিষয় গুলো ফলো করে তাহলে সহজে তিনি NID নাম্বার দিয়ে আইডি কার্ড করতে পারবেন। আশাকরি আপনাদের মাঝে বিষয় গুলো ভালো ভাবে উপস্থাপন করতে পেরেছি।
ভালো লাগলে আমাদের এই ব্লগ পোষ্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। OurBD Team কে আরো ভালো ব্লগ পোস্ট প্রকাশ করতে অনুপ্রাণিত করুন।
ধন্যবাদ।
আরো কিছু প্রয়োজনীয় পোস্ট সমূহ:
ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বুঝায়?